বীরভূমের দুবরাজপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৫। আজ তাদের দুবরাজপুর আদালতে তোলা হয়

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের খোয়াজমহম্মদপুর গ্রামে গতকাল ৩০ মে দিনদুপুরে বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়। এই ঘটনায় গোটা এলাকা পুলিশ ঘিরে ফেলে। অভিযোগের ভিত্তিতে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যে সেখ আজম, সেখ আজিজুল, সেখ রাজু, সেখ বাজাজ ও সেখ কাবুল প্রত্যেককে আজ দুবরাজপুর আদালতে তোলা হয়। বিচারক ৪ জনকে ৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে বাকি ১ জনকে জেল হেফাজতের আদেশ দেন। উল্লেখ্য, খোয়াজমহম্মদপুরে তল্লাশি চালিয়ে আজমের বাড়ির পাশে একটি পরিত্যক্ত বাড়ির গলিতে প্লাস্টিকের বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে দুবরাজপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ঐ বালতিতে অন্তত ১৫ টি তাজা বোমা রাখা ছিল। এই ঘটনায় গোটা এলাকা রয়েছে থমথমে।উল্লেখ্য, গতকাল তৃণমূল ও কংগ্রেস কর্মীদের বিবাদ ও গোষ্ঠী দ্বন্দ্বের জেরে হয় বোমা বিস্ফোরণ চলে গুলিও। আর তাতেই আহত হন একজন। তাকে যথাশীঘ্র স্থানীয় দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ভোট পরবর্তী এমন ঘটনায় গোটা জেলা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। বেড়েছে প্রশাসনিক তৎপরতা। গ্রামে চলছে পুলিশি টহল। এছাড়াও টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *