দীপককুমার দাসঃ
বংশে ছিল না কন্যা সন্তান। কন্যা সন্তান হওয়ায় খুশিতে নার্সিংহোম থেকে গাড়ি সাজিয়ে ও বাজনা বাজিয়ে বাড়ি আনা হল নবজাতককে। শুক্রবার মহম্মদবাজার ব্লকের ভূতুরা পঞ্চায়েতের প্রত্যন্ত গ্রাম জয়পুরে প্রিয়নাথ মাহারার সদ্যোজাত কন্যাসন্তানকে এমন ভাবেই আনা হল নার্সিং হোম থেকে বাড়িতে। আর এই বাজনার তালে তালে কোমর দোলালো গ্রামবাসীরাও। জয়পুর গ্রামের বাসিন্দা প্রিয়নাথ মাহারা। দিনকয়েক আগেই সিউড়ির একটি বেসরকারি নার্সিংহোমে তার কন্যা সন্তান হয়। এরপরেই এদিন সিউড়ি থেকে গাড়ি সাজিয়ে বাজনা বাজিয়ে বাড়ি নিয়ে আসা হলো নবজাতককে।
প্রিয়নাথ মাহারা জানান, আমাদের বংশে কোন মেয়ে ছিল না।আর মেয়েরা এখন কোনো কিছুতেই কম নয়। এযুগে মেয়েরা অনেক এগিয়ে। কন্যা হোক বা পুত্র, দুই এক। কন্যা ও পুত্রর মধ্যে কোন ভেদাভেদ নেই। ঐ কন্যা সন্তানের দাদু সদানন্দ মাহারা জানান, এই এলাকায় সমাজের পিছিয়ে পড়া সম্প্রদায়ের বসবাস বেশি। ফলে এখনও পর্যন্ত সমাজের নিচুস্তরের মানুষদের মধ্যে কন্যা সন্তান এবং পুত্র সন্তানের ভেদাভেদ দেখা যায়। আমরা এই চেতনা সমাজকে দিতে চাই যে কন্যা সন্তান হলে তাকে অবহেলা, অবজ্ঞা না করে পুত্র সন্তানের মতো আদর ও ভালোবাসা দিয়ে বড় করা উচিত। সমাজে এখন মেয়েদের গুরুত্ব অনেক বেশি।