স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি প্রদান হকার্স ইউনিয়নের, রামপুরহাটে

সেখ রিয়াজুদ্দিনঃ

সি আই টি ইউ হকার্স ইউনিয়ন এবং আই এন টি ইউ সি র যৌথ উদ্যোগে রামপুরহাট স্টেশন থেকে হকার্স উচ্ছেদের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান কর্মসূচি পালন করা হয় ১ জুন। এদিন রামপুরহাট পাঁচমাথা মোড় থেকে বিভিন্ন দাবির প্রেক্ষিতে শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড সহযোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এবং রামপুরহাট শহর পরিক্রমা শেষে স্থানীয় রেল স্টেশন চত্বরে জমায়েত হয়ে প্রায় দুই ঘন্টা ধরে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সেখানে হকারদের দাবিদাওয়া সম্পর্কে বক্তব্য রাখেন বাম ও কংগ্রেস দলের শ্রমিক সংগঠন সিআইটিইউ ও আইএনটিইউসি র নেতৃত্বগন। অবস্থান বিক্ষোভের পর সংগঠনের পক্ষ থেকে কয়েকজন প্রতিনিধি গিয়ে স্টেশন ম্যানেজারের হাতে হকারদের দাবিদাওয়া সম্বলিত স্মারকলিপি তুলে দেন। স্টেশন কর্তৃপক্ষ দাবিগুলো গুরুত্ব দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে সংগঠনের দাবি। স্মারকলিপি প্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটি ইউ রাজ্য কমিটির সদস্য অমিতাভ সিং, সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জীব বর্মন, সঞ্জীব মল্লিক, বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ, রামপুরহাট শহর কংগ্রেস সভাপতি শাহজাদ হোসেন (কিনু) সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *