বৃন্দাবনের গোবিন্দ বল্লভ শাস্ত্রীজীর পরিবেশনে বীরভূমের খয়রাশোলে শুরু হল ৭ দিনের “শ্রীমদ্ভাগবত সপ্তাহ”

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের খয়রাশোল শ্রীমদ্ভাগবত প্রচার কমিটির উদ্যোগ ও আয়োজনে খয়রাশোল গোষ্ঠডাঙ্গাল মাঠে ৩১ মে থেকে শুরু হল ৭ দিনের “শ্রীমদ্ভাগবত সপ্তাহ” পাঠের অনুষ্ঠান। এদিন অনুষ্ঠান শুরুর প্রাক্কালে সকাল থেকে শুরু হয় বর্ণাঢ্য কলসযাত্রা। সকালে কয়েক শত মা ও মেয়েরা সুসজ্জিত সাজে সজ্জিত হয়ে ঢাক, ঢোল, কাঁসর, ঘন্টা, শঙ্খধ্বনি ও উলুধ্বনি সহযোগে তারকব্রহ্ম নাম গাইতে গাইতে সন্নিহিত হিংলো নদী থেকে কলস ভর্তি বারি আনয়ন করে। পরবর্তীতে শাস্ত্রীয় আচার মেনে পূর্ণ ঘটস্থাপনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই কলসযাত্রা অনুষ্ঠানে আবাল, বৃদ্ধ বনিতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সাতদিনের শ্রীমদ্ভাগবত পাঠ অনুষ্ঠানে শ্রী মদ্ভাগবত পরিবেশন করবেন বৃন্দাবন নিবাসী গোবিন্দ বল্লভ শাস্ত্রীজী। প্রত্যেকদিন এই ভাগবত কথা বিকেল পাঁচটা থেকে শুরু হচ্ছে। চলবে ৬ জুন পর্যন্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *