সেখ রিয়াজুদ্দিনঃ
একদিকে ভোটের আবহ অন্যদিকে প্রখর রৌদ্রের তাপপ্রবাহ। এই দুইয়ের প্রেক্ষিতে রক্তদান শিবির একেবারে স্তব্ধ হয়ে যাওয়ার পথে।যার জেরে সমগ্র জেলার সাথে সাথে বোলপুর ব্লাড সেন্টারেও প্রায় এক মাস যাবৎ রক্ত সংকট দেখা গেছে। সেইরূপ অবস্থার সম্মুখীন হয়ে এবং বোলপুর ব্লাড সেন্টারের অধিকর্তা ড: তীর্থঙ্কর চন্দ্রের অনুরোধে এক ঘণ্টার নোটিশে বোলপুর ব্লাড সেন্টারে রক্তের সংকট মেটাতে এগিয়ে আসেন হৈমন্তিক ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটির তত্ত্বাবধানে এবং বীরভূম ভলানটারী ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ও রোটারি ক্লাব অফ বোলপুর শান্তিনিকেতনের সহযোগিতায় একদিনের মাথায় ভ্রাম্যমাণ এ সি বাসের মাধ্যমে সোমবার লাভপুরে একটা স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন শিবিরে ২৫ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেনl রক্ত সংগ্রহ করে বোলপুর ব্লাড সেন্টারl এদিন রক্তদান শিবির ঘিরে শুভদীপ, শ্যামা, সুপ্তি, রাজু, বিপ্লব সহ একঝাঁক তরুণ প্রজন্মের চোখে মুখে সমাজ ভাবনার ছাপ পরিস্ফুট। আয়োজক সংস্থার পক্ষে বিশ্বনাথ ঘোষ, শঙ্খচুর ঘোষ বলেন, যদিও হাতে সময় কম ছিল তথাপি ব্লাড সেন্টারের অনুরোধ রাখতে এবং অসহায় থ্যালাসেমিয়া রোগীদের কথা মাথায় রেখে এই আপৎকালীন শিবিরের আয়োজনl বীরভূম ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক নুরুল হক এক সাক্ষাৎকারে বলেন ভোট এবং গরমের আবহে রক্তদান শিবির গুলি একপ্রকার বন্ধ হয়ে গেছিল। যার ফলে জেলার ব্লাড ব্যাংক গুলিতে দেখা দেয় রক্তের সংকট। জেলার ব্লাড ব্যাংকের বর্তমান পরিস্থিতিতে এবং রক্তের সংকট দূরীকরণে পুলিশ প্রশাসন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে রক্তদান শিবির করার ব্যাপারে এগিয়ে আসার আহ্বান জানান।