বিজয়কুমার দাসঃ
সাঁইথিয়ায় পুরনো রেলব্রিজ সম্প্রসারণের প্রয়োজনে রেলব্রিজটি ভাঙার খবর ছড়িয়েছে বারবার। কিন্তু মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, লোকসভা নির্বাচন ইত্যাদি নানা কারণে ব্রিজ ভাঙার কাজ স্থগিত ছিল। তবে অতি সম্প্রতি সাঁইথিয়া পুরসভা রেলব্রীজের সংলগ্ন এলাকায় নোটিশ ঝুলে জানিয়ে দিয়েছে, ৫ জুন থেকেই শুরু হয়ে যাচ্ছে রেলব্রিজ সংস্কারের কাজ। ৫ জুন সন্ধ্যে থেকেই সম্ভবত এই রেলব্রিজ দিয়ে সাধারণ মানুষ ও যানবাহনের যাতায়াত বন্ধ হয়ে যাচ্ছে। তার কিছু পূর্ব প্রস্তুতিও ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। সম্প্রতি সপ্তাহখানেক আগে সাঁইথিয়া পুরসভার রবীন্দ্র ভবনে পুর কর্তৃপক্ষ, জেলা প্রশাসন প্রতিনিধি ও স্থানীয় থানার প্রতিনিধিদের উপস্থিতিতে এক আলোচনায় অবিলম্বে ব্রিজ ভাঙার কাজ শুরুর সিদ্ধান্ত হয়েছে। সেই সিদ্ধান্ত অনুসারেই পুরসভা ব্রিজ বন্ধের বিজ্ঞপ্তি ঝুলিয়েছে।
উল্লেখ করা যেতে পারে, ব্রিজ ভাঙা হবে ভেবেই স্থানীয় পুরসভা শহরের সংলগ্ন বাতাসপুরের কাছাকাছি একটি বিকল্প পথ তৈরি করেছে। সেখানে নির্মিত রেলগেট দিয়ে যান চলাচল করবে বলে জানানো হয়েছে। কয়েক মাস আগে কয়েকদিনের জন্য ব্রিজ বন্ধ করে এ ব্যাপারে ট্রায়াল দেওয়া হয়েছে যানজট সমস্যা বিষয়টি দেখভাল করার জন্য। শেষমেষ সাঁইথিয়ার জনজীবনের সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে থাকা রেলব্রিজ ভাঙার এবং সংস্কারের সিদ্ধান্ত চূড়ান্ত।