শম্ভুনাথ সেনঃ
রাত পোহালেই বীরভূমের ২ টি লোকসভা কেন্দ্রের ভোট গণনা।তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জেলা প্রশাসনের অন্দরে। ৪১ নম্বর বোলপুর (তপঃ) লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে বোলপুর কলেজে। অন্যদিকে ৪২ নম্বর বীরভূম লোকসভা কেন্দ্রের ভোট গণনা হচ্ছে এবারেও সিউড়ি শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠে।বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী-সমর্থকদের মধ্যে এখন সাজো সাজো রব। বীরভূম জেলায় চতুর্থ দফায় ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে গত ১৩ মে।জেলা প্রশাসনের কর্তারা প্রতিদিনই লাগাতার নজরদারি ছাড়াও গণনার আগের দিনই গণনাকেন্দ্র ও স্ট্রংরুম ঘুরে দেখেছেন। প্রশাসনিক কর্তাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। ভোট গণনার সব প্রস্তুতি প্রায় চূড়ান্ত। পিছিয়ে নেই রাজনৈতিক দলগুলিও। তারাও তাদের কর্মীদের সঙ্গে কথা বলেছেন। যাঁদের ভোট গণনা কেন্দ্রে এজেন্ট হিসেবে কাজ করতে হবে, তাঁদের সঙ্গে দলীয় নেতৃত্ব, দফায় দফায় বৈঠক করছেন।
আগামীকাল ৪ ঠা জুন লোকসভা নির্বাচনের গণনা। বীরভূম লোকসভা কেন্দ্রের গণনা কেন্দ্র সিউড়ির শ্রী রামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠে ইতমধ্যেই কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। স্ট্রং রুমের পাহারা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ।দায়িত্বে থাকা আধিকারিকরা ছাড়া কাউকেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছেনা। জেলা পুলিশ সুপার রাজনারায়ন মুখোপাধ্যায় নিজে এসে পরিদর্শন করেছেন। উল্লেখ্য, গণনা কেন্দ্রে সাংবাদিকদের মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। তাই যে সকল সাংবাদিক গণনা কেন্দ্রের ছবি তুলবেন তাঁদের স্টীল ক্যামেরা বা ভিডিও ক্যামেরা সঙ্গে রাখার অনুরোধ জানিয়েছেন জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী। শুধুমাত্র মিডিয়া সেন্টার অবধি মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে বলে তিনি জানান।