শম্ভুনাথ সেনঃ
টানটান উত্তেজনা আর উৎসাহ নিয়ে বীরভূম লোকসভা আসনের ভোট গণনা সম্পন্ন হয়েছে ৪ জুন সিউড়ির শ্রীরামকৃষ্ণ শিল্প বিদ্যাপীঠে। গণনায় দেখা গেছে প্রথম থেকেই এগিয়েছিলেন তৃণমূলের প্রার্থী শতাব্দী রায়। শেষ পর্যন্ত বিজেপি প্রার্থী দেবতনু ভট্টাচার্যকে ১,৯৭,৬৫০ ভোটের ব্যবধানে পরাজিত করে তিনি পুনঃনির্বাচিত হন। পোস্টেল ব্যালট সহ শতাব্দী রায় মোট ভোট পেয়েছেন ৭,১৭,৯৬১ টি, অন্যদিকে দেবতনু ভট্টাচার্য পেয়েছেন ৫,২০,৩১১ টি ভোট। উল্লেখ্য, এই বীরভূম লোকসভা কেন্দ্রের অন্তর্গত মুরারই, হাসন, নলহাটি, সাঁইথিয়া, রামপুরহাট, সিউড়ি ও দুবরাজপুর এই ৭ টি বিধানসভাতেই শতাব্দী রায় বেশি ভোট পেয়েছেন। এখানে তৃতীয় স্থানে ছিলেন কংগ্রেস প্রার্থী মিল্টন রশিদ। তিনি ভোট পেয়েছেন ২,২৬,২৬০ টি। জয়ের সার্টিফিকেট হাতে পাওয়ার পরই শতাব্দী রায় বীরভূমের মাটি এবং তার ভোটারদের প্রণাম নিবেদন করেন। তিনি এই নিয়ে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে চতুর্থ বারের জন্য সাংসদ নির্বাচিত হন। সাংসদ নির্বাচিত হওয়ার পরদিনই ৫ জুন, বেলা সাড়ে ১০ টা নাগাদ তারাপীঠের মাতারাকে পুজো দেন বীরভূম সাংসদ শতাব্দী রায়। উল্লেখ্য, মাতারাকে পুজো দিয়ে চতুর্থবারের জন্য ভোট প্রচার শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শতাব্দী। জয়ের পরদিনই সপরিবারে তারাপীঠ মন্দিরে আসেন শতাব্দী রায়। তারপর মা তারাকে পুজো দেন তিনি।