পানীয় জলের দাবীতে বীরভূমের ময়ূরেশ্বরে আদিবাসী মহিলাদের পথে নেমে বিক্ষোভ

শম্ভুনাথ সেনঃ

প্রায় ছয় মাস থেকে পানীয় জলের সংকটে ভুগছে বীরভূমের ময়ূরেশ্বরের আদিবাসী পাড়ার মানুষজন। আর এই ঘটনাকে কেন্দ্র করে ৬ জুন ময়ূরেশ্বর-তারাপীঠ রাস্তায় গাছের গদি, হাড়ি, বালতি, জলের মগ সহ বিভিন্ন রকম পানীয় জলের পাত্র রেখে পথ আটকে বিক্ষোভ দেখায় ময়ূরেশ্বরের আদিবাসী পাড়ার মানুষজন। এ বিষয়ে ওই এলাকার আশা মার্ড্ডী ও পায়েল সোরেনরা জানিয়েছেন তাদের আদিবাসী পাড়ায় সৌরচালিত পাম্পের মাধ্যমে পানীয় জল সরবরাহ হতো। কিন্তু মাস ছয়েক থেকে সেই পাম্প অকেজো অবস্থায় পড়ে আছে। স্থানীয় পঞ্চায়েত, ব্লক অফিসে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে পানীয় জলের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখান তারা। এ বিষয়ে আশা মার্ডী বলেন বছরের পর বছর ভোট নেওয়ার সময় তাদের দেখা মেলে, কিন্তু সাহায্য করার সময় একজনকেও পাওয়া না। কার কাছে আমাদের কষ্টের কথা বলব। যদিও এই অভিযোগকে কেন্দ্র করে একরকম বিজেপির দিকে আঙুল তুলেছেন ময়ূরেশ্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মুরশেদ সেখ। তিনি জানান, বিজেপির নেতারা চক্রান্ত করে পথ অবরোধ করাচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকাল দশটা থেকে আদিবাসী পাড়ার মানুষজন পথ আটকে যখন বিক্ষোভ দেখালেন তখন ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও প্রশাসনের কাউকে সেখানে দেখা যায়নি। তবে দুপুর একটা নাগাদ সেখানে পৌঁছায় ময়ূরেশ্বর পঞ্চায়েত প্রধানের বেশ কিছু প্রতিনিধি। যথাশীঘ্র তাদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। পাশাপাশি তাদের অভিযোগ এই আদিবাসী পাড়ায় ১০৭ টি পরিবারের মানুষজন বসবাস করেন, তাদের বেশ কয়েক মাস থেকে এই সমস্যার মুখে পড়তে হয়েছে। তাদের পানীয় জল আনতে প্রায় দেড় কিলোমিটার দূরে পাশের গ্রামে তাদের যেতে হয় বলে তারা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *