শম্ভুনাথ সেনঃ
রক্তদান মানে পরোক্ষে জীবন দান। সুখের কথা দিন দিন রক্তদানে সাধারণ মানুষের উৎসাহ বাড়ছে। এই গ্রীষ্মকালে জেলার বিভিন্ন হাসপাতাল গুলিতে রক্ত সংকট দেখা দেয়। মুমূর্ষ রোগী কিংবা গর্ভবতী মায়েদের রক্ত সংকট মোকাবিলায় বীরভূমের ইলামবাজার ব্লকের “মেটেকোনা রেড ক্রস স্পোর্টিং ক্লাবে’র” আয়োজনে আজ ৯ জুন মেটেকোনা গ্রামে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উল্লেখ্য, আগামী ১৪ই জুন বিশ্ব রক্তদাতা দিবস উদযাপিত হবে। ১৭ই জুন বিশ্বজুড়ে পালিত হবে ইদুজ্জোহা উৎসব। এই দুই উপলক্ষ্যকে সামনে রেখে এদিন স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে প্রিয়নীল পাল জানিয়েছেন। এদিন মহিলা পুরুষ মিলে মোট ৫৭ জন রক্তদাতা উৎসাহের সঙ্গে স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন প্রায় ২৫ টি সহযোগী সংগঠন এর সদস্যবৃন্দ। এছাড়া ছিলেন স্থানীয় বিলাতি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুস সামাদ মোল্লা, ইলামবাজার থানার অফিসার রতনবাবু, বীরভূম ভলানটারি ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সহ সভাপতি প্রিয়নীল পাল সহ অন্যান্য নেতৃত্বরা। শিবিরে উপস্থিত সহযোগী সংগঠন গুলিকে যেমন সংবর্ধিত করা হয় তেমনি রক্তদাতা বন্ধুদের জানানো হয় সম্মাননা। এছাড়া এদিন এলাকার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে কৃতি ছাত্র ছাত্রীদের হাতে স্মারক সহ একটি করে ফলের গাছ তুলে দেওয়া হয়।