দীপককুমার দাসঃ
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জেলা কমিটির উদ্যোগে মহম্মদবাজার ব্লকের সেকেড্ডা পঞ্চায়েতের দীঘলগ্রাম উপ স্বাস্থ্যকেন্দ্রে একটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। শনিবার সকাল এগারোটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলে এই স্বাস্থ্য শিবির। এদিন শিবিরে উপস্থিত ছিলেন ডেপুটি সিএমওএইচ-১ দেবাশিস রায়, ডিস্ট্রিক্ট মেটারনাল এণ্ড চাইল্ড হেলথ অফিসার তাপস কুমার দাস, ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ নার্সিং অফিসার শোভা গুনুরী, ব্লক স্বাস্থ্য আধিকারিক ইন্তেকাফ চৌধুরী, ফেডারেশনের জেলা সভাপতি চিত্ত অধিকারী সহ অন্যান্য জেলা আধিকারিক ও ফেডারেশনের সদস্যরা। স্বাস্থ্য দফতর সূত্রে জানা যায়, ব্লক স্বাস্থ্য কেন্দ্র থেকে যে সমস্ত পঞ্চায়েত এলাকাগুলো অনেকটা দূরে রয়েছে, সেই সমস্ত এলাকার বাসিন্দাদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য এই শিবিরের আয়োজন করা হয়েছে। এই স্বাস্থ্য শিবিরে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, প্রসূতিদের চিকিৎসা, বাচ্চাদের চিকিৎসা, বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া, থ্যালাসিমিয়া পরীক্ষা ও চিকিৎসা, টিবি রোগের চিকিৎসা এবং এক্স-রে পরিষেবা দেওয়া হয়। আর এই পরিষেবা পেয়ে খুশি এলাকার বাসিন্দারা।