শম্ভুনাথ সেনঃ
গরমের কারণে প্রায় মাস দেড়েক স্কুল বন্ধ। বিদ্যালয়ের পড়ুয়াদের সিলেবাসের পড়াশুনা সম্পূর্ণ হয়নি। একেবারে পিছিয়ে গেছে পঠন-পাঠন। তাই আজ ১৬ জুন থেকে ‘রবিবার’ ছুটির দিনেও অতিরিক্ত ক্লাস নেওয়া শুরু হলো সিউড়ী সংলগ্ন কড়িধ্যা যদুরায় মেমোরিয়াল এ্যান্ড পাবলিক ইন্সটিটিউশনে। এ বড় সাধু উদ্যোগ এক ব্যতিক্রমী ভাবনা। বিদ্যালয়ের সকল শিক্ষকের সম্মতিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এমনকি আগামী দিনে শনিবারেও পুরো দিবস স্কুল খোলা রেখে পঠন-পাঠন চলবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের দায়িত্ব প্রাপ্ত (TIC) শিক্ষক যামিনী কান্ত সাহা। দীর্ঘ ছুটি থাকার কারণে যে ক্লাস নষ্ট হয়েছে তা পূরণ করা এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় গতি আনা লক্ষ্যেই এমন সাধু উদ্যোগ নেওয়া হয়েছে। মূলত নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্যই এই কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের বাংলা শিক্ষক পার্থসারথী ঘোষ। এদিন প্রথম দিনেই নবম শ্রেণীর বাংলা, ভূগোল এবং অংকের ক্লাস নেওয়া হয়। উপস্থিত ছিলেন ভূগোল শিক্ষক তাপস ঘোষ, গণিতের শিক্ষক মহেন্দ্রনাথ পাল এবং বাংলা শিক্ষক পার্থ সারথী ঘোষ। এদিন সকালে উৎসাহের সঙ্গে নবম শ্রেণীর ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে উপস্থিত হয়।
ছবি ও ভিডিও: মোহম্মদ আমিন নাশীদ, সিউড়ি; বীরভূম