মেহের সেখঃ
২১ মে, শনিবার কলকাতার বৌবাজার থানার পাশে বৌদ্ধ ধর্মাঙ্কুর সভার অনুষ্ঠান কক্ষে বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত সম্প্রীতি আকাদেমি নামক সমাজসেবী সংগঠনের উদ্যোগে কীর্তন ও ক্যারল গান বিষয়ে মনোজ্ঞ আলোচনা করলেন সেন্ট জেভিয়ার্স কলেজের বাংলা বিভাগের অধ্যাপিকা অরুন্ধতী দাস, হুগলির হরিপাল কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান বিধানচন্দ্র বিশ্বাস, মেদিনীপুর কলেজের বাংলা বিভাগের অধ্যাপক সুস্নাত জানা, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ডঃ সুমিত কুমার বঢ়ুয়া প্রমুখ। উক্ত অনুষ্ঠানে সুশীল সাহার ৭৫ তম জন্মদিন উপলক্ষে তাঁকে বিশেষ সম্মানে সম্মানিত করা হয়। অতিথি হিসেবে ছিলেন পুলিশ আধিকারিক সঞ্জিত সানি, বিশপ সুব্রত চক্রবর্তী, ইন্দিরা মুখোপাধ্যায় প্রমুখ। উক্ত অনুষ্ঠানে অধ্যাপক ডঃ সুরঞ্জন মিদ্দের লেখা নান্দনিক প্রকাশিত “শ্রীখ্রিষ্টকীর্তন” বইটি প্রকাশ করা হয়। প্রসঙ্গত উল্লেখ্য সম্প্রীতি আকাদেমির সভাপতি ভিক্ষু সুমন পাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক এবং সম্প্রীতি আকাদেমির সম্পাদক অধ্যাপক ডঃ সুরঞ্জন মিদ্দে কলকাতার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক।