যাত্রীদের সুবিধার্থে রাজনগরে প্রশাসন, বাস মালিক ও কর্মী ইউনিয়নের মধ্যে বিশেষ বৈঠক

মহঃ সফিউল আলমঃ

যাত্রী সাধারণ, নিত্য বাস যাত্রী তথা আমজনতার সুবিধার্থে সম্প্রতি রাজনগরে এক বিশেষ বৈঠকের আয়োজন করা হয়৷ জানা গিয়েছে, রাজনগর ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি, থানা, বাস মালিক ও বাস কর্মী ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে উক্ত বৈঠক আয়োজিত হয়৷ গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে আলোচনাও হয় এদিন৷ রাজনগর ও সিউড়ি থেকে শেষ ট্রিপের বাস তথা লাস্ট বাস যাতে নিয়মিত চলাচল করে, যাত্রী তথা নিত্য যাত্রীদের অসুবিধা ও সমস্যাগুলি যাতে অবিলম্বে দূর হয় সেইসব বিষয়েও প্রশাসনিক স্তরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংবাদ সূত্রে জানা গিয়েছে৷ এদিনের বৈঠকে হাজির ছিলেন রাজনগর সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভদীপ পালিত, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, রাজনগর থানার ওসি পার্থ কুমার ঘোষ, বাস মালিক ও বাস কর্মী সংগঠনের কর্মকর্তা, প্রতিনিধিবৃন্দ প্রমুখ৷ অপরদিকে জানা গিয়েছে, রাজনগর — লোকপুর তথা খয়রাশোল রাস্তার পাশে নাকাশ গ্রাম সংলগ্ন কর্মতীর্থ ভবনের কাছে বাসস্ট্যান্ডের কাজ অব্যাহত৷ খুব শীঘ্র তা সম্পূর্ণ হবে ও দ্রুত তা চালু হবে৷ ইতিমধ্যে বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি, পূর্ত কর্মাধ্যক্ষ সহ অন্যান্যরা স্থানটি পরিদর্শন করেছেন৷ বাস স্ট্যান্ড গড়ে ওঠার বিষয়ে যথেষ্ট আশাবাদী এলাকার মানুষজন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *