
শম্ভুনাথ সেনঃ
বীরভূমের সাঁইথিয়া ব্লকের পাহাড়পুরে মনসা পূজা উপলক্ষে ১৪-১৯ জুন ৬ দিনের “দশহরা উৎসব” উদযাপিত হয় সাড়ম্বরে। এই উপলক্ষে বসে ৬ দিনের গ্রামীণ মেলা। বহু প্রাচীনকাল থেকেই এখানে এই লৌকিক ধর্মীয় উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। একথা জানিয়েছেন উৎসব কমিটির অন্যতম সদস্য জয়দেব দেবাংশি। সাধারণত এই বর্ষার শুরুতে সর্পদংশন এর হাত থেকে পরিত্রাণ পেতেই এমন লৌকিক দেবী মনসা পূজার সূচনা। ব্রহ্মবৈবর্তপুরাণে ও এই দেবীর উল্লেখ রয়েছে। তাই এই দেবীর অপর নাম “বিষহরি”। দশহরা-গঙ্গাপুজা উপলক্ষ্যে এখানে বসে ছয় দিনের গ্রামীণ মেলা। ১৬ জুন মনসাদেবীকে নিয়ে গাছমঙ্গলা অনুষ্ঠান সহ গ্রাম পরিক্রমায় বহু ভক্ত-শিষ্যরা অংশগ্রহণ করেন। মহা সমারোহে এলাকার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষের সমাগম ঘটে এই দশহরা উৎসবে। মন্দিরে প্রতিদিন অনুষ্ঠিত হয় মনসা মঙ্গল পালাগান। প্রতিদিনই মঞ্চে অনুষ্ঠিত হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিন বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে পোস্টার প্রদর্শনী ও জেলা উপভোক্তা বিষয়ক নাহ্য বাণিজ্য অনুশীলন দপ্তরের উদ্যোগে ক্রেতাদের অধিকার সম্পর্কে সচেতনতার বার্তা দেওয়া হয়। এই উৎসবকে কেন্দ্র করে আদিবাসী সম্প্রদায়ের ভিড় ছিল চোখে পড়ার মতো।
