
শম্ভুনাথ সেনঃ

এলাকা দখলকে কেন্দ্র করে ১৮ জুন, মঙ্গলবার বোলপুর-শ্রীনিকেতন ব্লকের পাড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুখন্ডা গ্রামে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। যার জেরে দুই পক্ষের অন্তত ১২ জন জখম হন। তাদের চিকিৎসার জন্য স্থানীয় সাত্তোর স্বাস্থ্য কেন্দ্র ছাড়াও বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই এলাকায় তৃণমূলের দুই পক্ষের মধ্যে চাপা উত্তেজনা ছিল। তারপরই হঠাৎ এদিন দুই পক্ষের মধ্যে অশান্তি শুরু হয়ে যায়। এলাকায় বোমাবাজি করা হয় বলে অভিযোগ। এছাড়াও লাঠি লোহার রড বাঁশ নিয়ে একে অপরের উপর আক্রমণ করে। সেই ঘটনায় জখম হয় দুই পক্ষের অনেকেই। অন্যদিকে গ্রামে অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পাড়ুই থানার পুলিশ। গ্রামে চলছে পুলিশী টহলদারি। থমথমে গ্রাম, রয়েছে চাপা উত্তেজনা।
