বিশ্বভারতীর রথীন্দ্র কৃষিবিজ্ঞান কেন্দ্রের অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের বোলপুর বিশ্বভারতী রথীন্দ্র কৃষিবিজ্ঞান কেন্দ্রের কৃষক সম্মাননিধি কেন্দ্রীয় প্রকল্পের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। ১৯ জুন উত্তরপ্রদেশের বারাণসি থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের কিষাণ সম্মানীধির ১৭ তম কিস্তি প্রদান করেন। সেই ভার্চুয়াল অনুষ্ঠান এখানে শ্রোতা দর্শকদের সামনে তুলে ধরা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অরবিন্দ মণ্ডল, কৃষিবিজ্ঞান কেন্দ্রের অধ্যক্ষ বিনয় সরেন, এই কেন্দ্রের বিভাগীয় প্রধান সুব্রত মন্ডল সহ এলাকার অন্তত ৬০০ জন আমন্ত্রিত কৃষক বন্ধুরা।


এখানে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার বলেন, “বিশ্বভারতী সঠিকপথে চলছে না। বারবার হোঁচট খেয়ে পড়ছে। কোথায় সমস্যা হচ্ছে তা খুঁজে বের করতে হবে আমাদেরই। বিজ্ঞান বিভাগ থেকে শুরু করে বিভিন্ন দিক থেকে পিছিয়ে যাচ্ছে বিশ্বভারতী। আমি দিল্লিতে গিয়ে বিষয়টি খতিয়ে দেখবো বলে তিনি আশ্বাস দেন। তবে এই বিশ্বভারতীতে এসে তাঁর ভালো লাগার কথাও তিনি অকপটে জানান। কিষান সম্মান নিধি প্রকল্পে কেন্দ্রীয় সরকার কৃষকদের জন্য যে আর্থিক সাহায্য ব্যাংক একাউন্টে পৌঁছে যাচ্ছে সে কথা জনসমক্ষে আবারো স্মরণ করিয়ে দেন। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প কৃষকদের আর্থিক সহায়তা ও জীবনযাত্রার মানের পরিবর্তন ঘটিয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *