
শম্ভুনাথ সেনঃ
লোকসভা বিধি-নিষধের জেরে এলাকার উন্নয়ন থমকে ছিল। কোনোরূপ পরিকল্পনা নেওয়া যায়নি। পুনরায় আগের মত কাজের গতি আনতে আজ ২০ জুন বীরভূমের মুরারইতে সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়। মুরারই এক নম্বর ব্লকের কমিউনিটি হলে এই সর্বদলীয় বৈঠকে মুরারই বাজারের যানজট সমস্যার সমাধান, রাস্তাঘাট, আলোর সুব্যবস্থা, পানীয় জলের যোগান ও জল নিকাশি ব্যবস্থার কিভাবে সুরাহা করা হবে সেই নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় মুরারই বিধানসভার বিধায়ক ডাঃ মোশারফ হোসেন। এছাড়া এদিন এই বৈঠকে উপস্থিত ছিলেন মুরারই এক নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী, পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা, জেলা কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান, মুরারই থানার ওসি সাকিব সাহেব ও বাজার কমিটির সদস্যবৃন্দ।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম