বীরভূমের পাঁড়ুই থানার কসবা এলাকায় ভয় দেখিয়ে আদিবাসীদের পাট্টা জমি দখলের অভিযোগ

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের পাঁড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের কসবা এলাকায় বেসরকারি আবাসন নির্মাণের জন্য অন্তত ২২ বিঘা পাট্টা ও বর্গা জমি আদিবাসীদের কাছ থেকে ভয় দেখিয়ে লিখিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে৷ জমিহারারা সুরাহা চেয়ে বোলপুর মহকুমা শাসক, বোলপুর ও জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক সহ জেলা শাসক ও জেলা পরিষদের সভাধিপতির কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন। তাদের অভিযোগ বেসরকারি আবাসন নির্মাণের জন্য বাড়িতে জমি মাফিয়ারা এসে হুমকি দেয়। ৩০-৫০ হাজার টাকা হাতে ধরিয়ে দিয়ে জমি লিখিয়ে নিয়েছে৷ জোরপূর্বক উচ্ছেদ করা জমিতে বিলাশ বহুল আবাসনের পিছনে তালপাতার কুঁড়েঘরে বাস করছেন এই অসহায় পরিবারগুলি৷ যদিও আবাসনের অন্যতম কর্ণধার সুবর্ণা মুখোপাধ্যায় জানিয়েছেন, “সরকারি নিয়ম মেনেই সরকারের কাছ থেকে পাওয়া নথির ভিত্তিতেই জমি ক্রয় করা হয়েছে।


উল্লেখ্য, শাসক দলের মদতে শান্তিনিকেতন এলাকা জুড়ে জমি মাফিয়াদের দখলদারি নতুন কিছু নয়। আর এবার বোলপুর সংলগ্ন পাঁড়ুই থানার কসবা লাগোয়া ৫২ বিঘা জমি জুড়ে তৈরি হচ্ছে একটি বেসরকারি আবাসন।এই প্রকল্পের প্রায় ২২ বিঘা আদিবাসীদের বর্গা-পাট্টা জমি বলপূর্বক লিখিয়ে নেওয়া হয়েছে। জমির মালিকদের বাড়িতে গিয়ে দেওয়া হয়েছে হুমকি। “জমি দিবি,নাকি ছেলের মাথা নিবি”এই ভাবে হুমকি দিয়ে কাউকে ৩০ হাজার, কাউকে বা ৫০ হাজার টাকা দিয়ে জমি লিখিয়ে নেওয়া হয়েছে। জমিহারাদের মধ্যে পার্বতী রায়, আরতি রায়, গৌড় রায়, হারাধন হাঁসদা বলেন, “বাড়িতে দিনরাত লোক এসে ভয় দেখিয়েছে। কেউ টাকা পেয়েছে, কেউ বা পায়নি৷ ভয়ে তখন অভিযোগ করতেও পারেনি তারা৷ “আমরা কেউ জমি বিক্রি করিনি৷ জমি জোর করে নিয়ে নিয়েছে” বলে তারা জানিয়েছেন। বোলপুর মহকুমা শাসক অয়ননাথ বলেন, “আমি অভিযোগ পেয়েছি। সমগ্র বিষয়টি তদন্ত প্রক্রিয়ার মধ্যে আছে”৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *