রাস্তা ঠিক হলেও বারবার ব্রীজের মধ্যে ফাটল দেখা দেওয়ায় ঘটতে পারে দূর্ঘটনা

সেখ রিয়াজুদ্দিনঃ

জাতীয় সড়কের হাল ফিরলেও ফেরেনি ব্যস্ততম ১৪নং জাতীয় সড়কের মধ্যে নলহাটির ব্রাহ্মণী নদীর উপর অবস্থিত জগধরী ব্রীজের। মঙ্গলবার আবারও বড় গর্ত সহ ফাটল দেখা যায়। যার ফলে উক্ত রাস্তার উপর যাতায়াতকারী বিভিন্ন যানবাহনের যাত্রী সাধারণ আতঙ্কিত এবং বারবার ফাটল দেখা দেওয়ায় একরাশ ক্ষোভ প্রকাশ করেন। রাজেশ তেওয়ারী নামে নলহাটির এক মোটরসাইকেল আরোহী ফাটল ব্রীজের উপর দাঁড়িয়ে তার ক্ষোভ ব্যাক্ত করেন। বারবার ফাটল দেখা দিলেও প্রশাসনের টনক নড়ে না। যতক্ষণ না বড়সড় দূর্ঘটনা ঘটছে বা কিছু লোক মারা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নিরব। এই ব্রীজেই একটার পর একটা ফাটল দেখা যাচ্ছে। অথচ প্রশাসনের তরফ থেকে কোনরকম তৎপরতা দেখা যায় না। কবে যে এই ব্রিজ ঠিক হবে ধোঁয়াশায় রয়েছে সাধারণ মানুষ।

যদিও এদিন ফাটল দেখার সঙ্গে সঙ্গে প্রশাসনের তরফ থেকে সঙ্গে সঙ্গে সারানোর ব্যবস্থা করা হয় লোকজন দিয়ে। পথ চলতি যানবাহন কারী তথা যাত্রী সাধারনকে আগাম সতর্কবার্তা দিতে ফাটল যুক্ত জায়গাটি আলাদাভাবে ঘিরে দেওয়া হয়েছে। এরফলে ১৪নং জাতীয় সড়ক জুড়ে শুরু হয়ে যায় প্রচন্ড যানজট। শেষ খবর পাওয়া পর্যন্ত যানজট তখনো অব্যাহত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *