
শম্ভুনাথ সেনঃ

সারা দেশের সাথে গতকাল ২৬ জুন বীরভূম জেলা পুলিশের উদ্যেগে মাদক মাদক বিরোধী দিবস উদযাপিত হয়েছে। আজ ২৭ জুন বীরভূম জেলা আবগারি দপ্তর এবং মুরারই থানার পুলিশের যৌথ উদ্যোগে মুরারই থানার রাজগ্রাম অঞ্চলের ঢুড়িয়া গ্রামে বিশেষ অভিযান চালানো হয়। এদিন ১০৫ লিটার চোলাই মদ সহ মদ তৈরির কাঁচামাল নষ্ট করা হয়। উল্লেখ্য, এই গ্রামটির বেশিরভাগ বাড়িতে বেআইনি চোলাই মদ তৈরি করে। গ্রামটিতে মদ তৈরি যেন শিল্পে পরিণত হয়েছে। বহুবার বিশেষ অভিযান চালালেও গ্রামটিতে মদের ব্যবসা বন্ধ করতে পারেনি প্রশাসন। আজ অভিযান চালিয়ে ১০৫ লিটার মদ নষ্ট করা হয়েছে এবং হাজার লিটার মদ তৈরির কাঁচামাল নষ্ট করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
ছবি ও ভিডিওঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম