
শম্ভুনাথ সেনঃ
ঘুমন্ত অবস্থায় বাড়ির ছাদ থেকে নীচে পড়ে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব-কেন্দুলি গ্রাম পঞ্চায়েতের জনুবাজার গ্রামে। এই গ্রামের বাগদীপাড়ায় ঐ ব্যক্তি গতকাল ২৮ জুন রাতে ছাদ থেকে ঘুমের ঘোরে পরে গিয়ে গুরুতর জখম অবস্থায় যথাশীঘ্র বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কর্মরত চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির নাম ভৈরব বাগদী (৪৬)। পরিবার সূত্রে জানা যায় অত্যধিক গরমের কারণে প্রতি দিনের মত গতকালও রাত্রে খাবার পর বাড়ির ছাদে বাড়ির সকলে মিলে ঘুমাতে যায়। মাঝরাতে হঠাৎ ঘুমের ঘোরে ভৈরব বাগদি ছাদ থেকে নীচে পড়ে যায়। তড়িঘড়ি বাড়ির লোকজনেরা রক্তাক্ত ভৈরব বাগদীকে আশঙ্কাজনক অবস্থায় গাড়ি করে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে, চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এমন অস্বাভাবিক ঘটনায় সুস্থ স্বাভাবিক মানুষের অকস্মাৎ মৃত্যুতে এলাকায় নেমেছে শোকের ছায়া।