বীরভূমের দুবরাজপুরে “উত্তরাঞ্চল” আয়োজিত এক রাত্রি নক আউট ক্রিকেট টুর্নামেন্ট

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর পুরসভার অন্তর্গত “উত্তরাঞ্চল ক্লাব” একরাত্রির নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। আজ ২৯ জুন সারারাত্রি ব্যাপি চলবে এই প্রতিযোগিতা। জেলার বিভিন্ন প্রান্তের ১৬ টি দল এই প্রতিযোগিতায় অংশ নিয়েছে বলে জানিয়েছেন ক্লাবের সভাপতি দেবাশীষ মুখোপাধ্যায়। ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সুরেশ দাসের পরিচালনায় সুরেশ নৃত্যকলার শিল্পীদের উদ্বোধনী নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পুরসভার পুরপিতা পীযুষ পান্ডে, উপ-পুরপিতা মির্জা শওকত আলী, বিশিষ্ট আইনজীবী মলয় মুখোপাধ্যায়, দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ সহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ ও দুবরাজপুর পৌরশহরের ক্রীড়াপ্রেমী মানুষজন। উপস্থিত অতিথিদের গোলাপ দিয়ে বরণ করে নেন এই ওয়ার্ডের কাউন্সিলর বুলটি চক্রবর্তী। মোট ১৫ টি রাউন্ডে খেলা অনুষ্ঠিত হবে। পরিশেষে বিজয়ী ও বিজেতাদের হাতে তুলে দেওয়া হবে “উত্তরাঞ্চল ট্রফি”। উল্লেখ্য ১৯৭৯ সাল থেকে এই উত্তরাঞ্চল ক্লাব নানা সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে এগিয়ে চলেছে। আজ ক্লাবের সম্পাদক, সভাপতি সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *