বীরভূমের বোলপুর পুরশহরেও অবৈধ নির্মাণ ভেঙে ফেলা হল

শম্ভুনাথ সেনঃ

মুখ্যমন্ত্রী এক মাস সময় দেওয়ার কথা বললেও কার্যত তা উড়িয়ে দিয়ে বীরভূমের বোলপুর পুরশহরে কিন্তু উচ্ছেদ অভিযান চালানো হয় বলে অভিযোগ। পুরপ্রধান বোলপুর মহকুমা শাসককে সঙ্গে নিয়ে বোলপুর পৌরসভায় চলে অবৈধ উচ্ছেদের কাজ। উল্লেখ্য, বোলপুর পৌরসভার যানজটের সমস্যা সমাধানের জন্য বোলপুর শহরে যে সকল অবৈধ নির্মাণ কার্য রয়েছে সেগুলিকে ভেঙে ফেলা হচ্ছে বলে মহকুমা শাসক জানিয়েছেন। তবে এই অবৈধ নির্মাণ ভেঙ্গে ফেলার জন্য বোলপুর শহরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যে সকল অবৈধ নির্মাণ ড্রেনের ওপরে ছিল সেগুলিকে ভেঙে ফেলা ও অবৈধভাবে বিল্ডিং, দোকান ঘরের সামনে অংশ বিভিন্ন বোর্ড ছিল সেগুলিকে ভেঙে ফেলা হয়। এছাড়া রাস্তার ধারে পুরাতন টেলিফোনের পোল ও পুরাতন ইলেকট্রিসিটি পোল সেগুলো রাস্তার ধার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই অবৈধ নির্মাণ কার্যে ভেঙে ফেলার জন্য আজ স্বয়ং বোলপুর মহকুমা শাসক অয়ন নাথ ও বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ সহ বোলপুরে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর উপস্থিত ছিলেন। এছাড়া বিশাল পুলিশ বাহিনী ছিল যাহাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *