শম্ভুনাথ সেনঃ
বীরভূমের মুরারইতে কবি নজরুল কলেজের জাতীয় সেবা প্রকল্পের দুটি ইউনিটের উদ্যোগে আজ ১ লা জুলাই উদযাপিত হয় “ন্যাশনাল ডক্টরস ডে”। কলেজের অধ্যক্ষ ড.মুকেশ সিং -এর স্বাগত ভাষণের পর এলাকার বিশিষ্ট চিকিৎসকদের সম্মাননা জ্ঞাপন করা হয়। এদিন অনুষ্ঠানে উপস্থিত ডাঃ নার্গিস পারভীন ও ডাঃ সাবানা জাসমিন মায়েদের স্বাস্থ্য নিয়ে বক্তব্য রাখেন। ডাঃ আশরাফুল হোদা তাঁর বক্তব্যে বাংলার রূপকার ডাঃ বিধানচন্দ্র রায়ের জীবন কথা আলোচনা করেন। সেই সঙ্গে যতটা সম্ভব কম ওষুধে রোগীদের চিকিৎসা করার জন্য উপস্থিত ডাক্তারবাবুদের অনুরোধ জানান। খুব সংক্ষিপ্ত আকারে কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. সোমেশ্বর চ্যাটার্জী আজকের অনুষ্ঠানের প্রাসঙ্গিকতা ব্যাখ্যা করেন। উল্লেখ্য,আজ যে সমস্ত আমন্ত্রিত চিকিৎসক অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন নি তাঁদের বাড়িতে সম্মাননা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই দায়িত্ব পালন করেন জাতীয় সেবা প্রকল্পের দু’জন আধিকারিক অধ্যাপক হিতাংশু বিশ্বাস,অধ্যাপক সুজয় দাস সহ অধ্যক্ষ স্বয়ং।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের বাণিজ্য বিভাগের শিক্ষিকা সুস্মিতা লামা। ধন্যবাদ জ্ঞাপন করেন ইতিহাস বিভাগের শিক্ষক অনির্বাণজ্যোতি সিংহ। অনুষ্ঠান শেষে ৩০ জন বি.এস. এফ.জওয়ানের চক্ষু পরীক্ষা করেন চক্ষু বিশেষজ্ঞ ডাঃ বি.কে. মনোজ।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম