সেখ রিয়াজুদ্দিনঃ
আগামী ২২ শে শ্রাবন রবিবার অনুষ্ঠিত হবে রথযাত্রা। সেই উপলক্ষে সোমবার খয়রাশোল থানার আয়োজনে স্থানীয় থানার সভাগৃহে রথযাত্রা কমিটির সদস্য সহ এলাকার বিশিষ্টজনদের নিয়ে একটি শান্তি কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। থানার তরফে উপস্থিত সকলকে অবগত করা হয় যে অন্যান্য বছরের ন্যায় এবারও নির্দিষ্ট রাস্তায় রথ পরিক্রমা করবে।দুর্ঘটনা এড়াতে রাস্তার ওপর ঝুলে থাকা ইলেকট্রিক তার থেকে সাবধান,সতর্ক ভাবে সেই সমস্ত জায়গায় রথ নিয়ে যাওয়ার কথা বলা হয়।তাছাড়া যদি মনে হয় দুর্ঘটনা ঘটতে পারে ইলেক্ট্রিক তার থেকে তাহলে সাথে সাথে রথযাত্রা বেরোবার আগেই ইলেক্ট্রিক অফিস এবং থানার সাথেও যোগাযোগ করার কথা উল্লেখ করেন।ডি জে মাইক না বাজানো,মদ্যপানকারীদের পরিক্রমায় স্থান না দেওয়া ইত্যাদি বিষয়ে আলোকপাত করা হয়।সামাজিক সচেতনতার লক্ষে জমি কেনা,গাড়ি কেনা,সাইবার ক্রাইম থেকে সতর্ক থাকা,এলাকায় অপরিচিত বা সন্দেহজনক লোক দেখলে থানায় খবর দেওয়া,ফেসবুকে বিদ্বেষমূলক পোষ্ট থেকে সতর্ক থাকার আহ্বান জানান।গণহত্যায় সর্বোচ্চ সাজার বিষয়েও অবগত করা হয়।এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর শুভাশীষ হালদার,খয়রাশোল থানার ও সি তপাই বিশ্বাস,এস আই,শান্তনু কুমার হালদার,এ এস আই চিন্ময় চ্যাটার্জী, গীতা ভবনের অধ্যক্ষ সত্যানন্দজী মহারাজ, রথযাত্রা কমিটির সদস্য সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।