মোবাইল ফোনের মাশুল বৃদ্ধির প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ বীরভূমের মুরারইতে

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের মুরারইতে রেলস্টেশনের সামনে মোবাইল ফোনের মাশুল বৃদ্ধির প্রতিলিপি পুড়িয়ে আজ ২ জুলাই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। SUCI এর বামপন্থী যুব সংগঠন AIDYO র পক্ষ থেকে এই কর্মসূচীতে সংগঠনের বীরভূম জেলা সম্পাদক সেখ আখতার ও সভাপতি হেমন্ত রবিদাস এর নেতৃত্বে সংগঠনের অন্যান্য সদস্যরা এই বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেন।

উল্লেখ্য, জিও এয়ারটেল সহ মোবাইল কোম্পানিগুলি মোবাইল ফোনের রিচার্জের মূল্যবৃদ্ধির বিজ্ঞপ্তি জারি করেছে, এবং আগামী ৩ রা জুলাই থেকেই তা লাগু হবে। তারই প্রতিবাদে এই যুব সংগঠন AIDYO আজ রাজ্যব্যাপি প্রতিবাদ দিবস, বিক্ষোভ ও প্রতিলিপি পোড়ানোর কর্মসূচি গ্রহণ করেছে। সারা রাজ্যের সাথে এই কর্মসূচিতে সামিল হয়েছে বীরভূমও। আগামীকাল থেকে এক সপ্তাহ ধরে, সংগঠনের পক্ষ থেকে TRAI দপ্তরে “গন মেল” পাঠিয়ে প্রতিবাদের কর্মসূচী চলবে বলে সংগঠনের নেতৃত্ব জানিয়েছে। অবিলম্বে এই ফোনের মাশুল বৃদ্ধি প্রত্যাহার করতে হবে বলে বিক্ষোভো সমাবেশে স্লোগান তোলেন। সেই সঙ্গে সমস্ত মোবাইল গ্রাহকদের এই কর্মসূচিতে অংশগ্রহন করার জন্য আহ্বান জানান তারা।

ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *