
শম্ভুনাথ সেনঃ
অর্ধনগ্ন অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি বীরভূমের নলহাটি থানার তৈলপাড়া-রামেশ্বরপুর গ্রাম সংলগ্ন এলাকায়। গ্রামের পাশে মাঠে একটি সেচ নালার সেতুর নীচ থেকে এই মৃতদেহ উদ্ধার হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আজ ২ জুলাই সকালবেলা স্থানীয় কৃষকরা মাঠে চাষের কাজ করতে যাওয়ার সময় সেতুর নীচে পরিত্যক্ত অবস্থায় এই এই মৃতদেহটি দেখতে পায়। মৃতের পরিচয় এখনো জানা যায়নি। আনুমানিক বয়স ৪০-৪২ বছর। পড়নে লাল-কালো ছাপা শাড়ি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে শ্বাসরোধ করে খুন করে মুখে এ্যাসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নলহাটি থানার পুলিশ। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে সেই বিষয়টি এখনো অজানা। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামপুরহাট গভঃ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।