দীপককুমার দাসঃ
বিবর্ণ দেওয়ালে পড়ছে রঙের প্রলেপ।ক্যানারী ইয়েলো, প্রূসিয়ণ ব্লু, অলিভ গ্রীণ, ডার্ক রেড এমন কত রঙে রঙিন হয়ে উঠছে সিউড়ির ভগৎ সিং পার্কের কাছে জল ট্যাঙ্কের সীমানা প্রাচীর।শুধু এই প্রাচীর নয়, ইতিমধ্যেই নানা প্রাকৃতিক দৃশ্য, মনীষীদের ছবি সহ নানান ধরনের আর্টের ছবিতে দৃষ্টি নন্দন হয়ে উঠছে সার্কিট হাউস থেকে হাসপাতাল যাবার রাস্তার ইরিগেশন কলোনীর সীমানা প্রাচীর। কয়েকদিনের মধ্যেই এস পি মোড়ের হাউসিং এর প্রাচীর ও এমন সুন্দর ছবিতে হয়ে উঠবে নান্দনিক।সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছে সৌন্দর্য্যায়নের কাজ।ছয় সাত জনের একদল যুবকের হাতের তুলির টানে বিবর্ণ দেওয়ালে আঁকা অনবদ্য ছবিগুলো নজর কাড়ছে পথচলতি মানুষদের।নেতাজী, নজরুল ইসলামের মতো মনীষীদের পাশাপাশি দেওয়ালে আঁকা হয়েছে ইন্দিরা গান্ধী,সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর,মান্না দের প্রোট্রেট। পাশাপাশি নানা প্রাকৃতিক দৃশ্য।এক শিল্পী বিক্রমজিৎ পাল জানান,শহরের দেওয়ালে বিভিন্ন ছবি আঁকার কাজ পৌরসভার পক্ষ থেকে আমাদের দেওয়া হয়েছে।এখন শহরের তিনটি জায়গায় এই কাজ চলছে।সবার মন যেন এই ছবিগুলো দেখে ভালো হয় সেই উদ্দেশ্যে এই আঁকার কাজ চলছে। আরেক শিল্পী অরিন্দম ব্যানার্জি বলেন,আপাতত ৩০০টি ওয়াল পেন্ট এর জন্য আমাদের বরাত দেওয়া হয়েছে। মূলতঃ অ্যাক্রিলিক পেন্ট ব্যবহার করা হচ্ছে। শহরবাসীর ভালো লাগলে তবেই আমাদের পরিশ্রম সার্থক হবে।