শম্ভুনাথ সেনঃ
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর উচ্ছেদ অভিযান অব্যাহত।ফুটপাথ ও বেদখল হয়ে যাওয়া সরকারি জায়গা দখল মুক্ত করতে বোলপুর পুরসভা নজির গড়েছে।নজর পড়ল শান্তিনিকেতন সোনাঝুরির খোয়াইয়ের হাটেও। এই মর্মে নোটিশ ও জারি হয়েছে। বনদপ্তরের এমন উদ্যোগের পর অনেকই আতঙ্কে ভুগছেন সোনাঝুরি হাট ব্যবসায়ীরা।
উল্লেখ্য, সোনাঝুরি হাট সংলগ্ন এলাকায় ৬টি বাড়ি ও ২টি রিসর্টকে নোটিশ দিয়েছে বনদপ্তর। বন বিভাগ কর্তৃপক্ষ মনে করছেন ওই বাড়ি এবং রিসর্টগুলি বনদপ্তরের জায়গায় রয়েছে। দখলীকারদের কাছ থেকে কাছে কাগজপত্র চেয়ে পাঠানো হয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গেছে। অন্যদিকে হাট কর্তৃপক্ষকেও নোটিশ করা হতে পারে বলে জানিয়েছেন বনবিভাগের রেঞ্জার জ্যোতিষ বর্মন। তেমনভাবে সরকারি নির্দেশ এলে সোনাঝুরি হাট তুলে নেওয়া হতে পারে। কারণ হাট কর্তৃপক্ষ জানাচ্ছেন যে বনদপ্তরে জায়গাতেই তারা বসে রয়েছে।