শম্ভুনাথ সেনঃ
শহর ছাড়িয়ে এবার প্রত্যন্ত গ্রামেও শিক্ষা ব্যবস্থা সরেজমিন পরিদর্শনে বিধানসভার শিক্ষা বিষয়ক স্ট্যান্ডিং কমিটি বীরভূমে। আজ ৪ জুলাই ময়ূরেশ্বর চক্রের উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয় ও উলকুণ্ডা জুনিয়র হাইস্কুল পরিদর্শন করেন। স্কুলের পড়ুয়া ও শিক্ষকের অনুপাত, ক্লাসরুমের সংখ্যা, পঠন-পাঠন, সামগ্রিক পরিকাঠামো সহ নিয়ম-শৃঙ্খলা ও শিক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য সবকিছু খতিয়ে দেখেন। এদিন পরিদর্শনে আসা সদস্যদের উলকুণ্ডা প্রাথমিক ও জুনিয়র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা চন্দনের ফোঁটা, গোলাপ ও উত্তরীয় দিয়ে প্রথমেই বরণ করে নেন। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকারা। ছাত্রদের তরফ থেকে সাইড্রাম বাজিয়ে অভ্যর্থনা জানানো হয়। তারপর তাঁরা স্কুলের বিভিন্ন দিক ঘুরে দেখেন। ছাত্র-ছাত্রীদের সাথে কথাও বলেন। এদিন এই স্ট্যান্ডিং কমিটির সদস্যদের উজ্জ্বল উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ যেন উৎসবমুখর হয়ে ওঠে। পরিদর্শনে ছিলেন চেয়ারম্যান কালীপদ মণ্ডল সহ আশীষ ব্যানার্জী, সুব্রত দাস, সন্দীপ মুখার্জী, রবীন্দ্রনাথ চ্যাটার্জী, বুদরাই টুডু, বরেনচন্দ্র বর্মন, দেবব্রত ঘোষ, মহাদেব সোরেন প্রমুখ সদস্যরা। উলকুণ্ডা জুনিয়র হাইস্কুলের ইনচার্জ প্রসেনজিৎ পোড়েল এবং উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার গঁড়াই জানিয়েছেন আমাদের এই প্রত্যন্ত গ্রামীণ এলাকার স্কুলে স্ট্যান্ডিং কমিটির এই পরিদর্শনে আমরা খুবই আনন্দিত। আমাদের স্কুলের পড়ুয়াদের শৃঙ্খলা, শিক্ষক-পড়ুয়া সম্পর্ক,স্কুলের সামগ্রিক পরিবেশ তাঁদের ভালো লেগেছে। গ্রামের মধ্যে এতো সুন্দর গোছানো বিদ্যালয় দেখে তাঁরা সকলেই খুব খুশি। সবশেষে পরিদর্শকদের বিদায় বেলায় তাদের হাতে তুলে দেওয়া একটি করে চারাগাছ।