বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, কাঁকরতলা এলাকায়

সেখ রিয়াজুদ্দিনঃ

একদা কয়লা খনি অঞ্চল হিসেবে চিহ্নিত ছিল খয়রাসোল ব্লকের কাঁকরতলা। তৎকালীন কয়লা খনি ঘিরে এলাকায় বহু মানুষ চাকরি এবং ব্যাবসায় জড়িয়ে ছিলেন। কয়লা খনির সেইসমস্ত চিত্র আজও বহমান। উক্ত এলাকায় আবার নতুনভাবে কয়লা খনি গড়ে উঠতে চলেছে বলে খবর। সেই মোতাবেক জিতুসোল ডেভলপার্স প্রাইভেট লিমিটেড প্রস্তাবিত কাস্তা ইস্ট কোল মাইনিং প্রোজেক্ট এর জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে কাঁকড়তলা থানা এলাকায়৷ প্রস্তাবিত কয়লা খনি অঞ্চলের বাসিন্দাদের উন্নয়নমূলক কাজের লক্ষ্যে উক্ত বেসরকারী সংস্থার পক্ষ থেকে গত ৩ জুলাই খয়রাসোল ব্লকের কাঁকড়তলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে একটি স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় সামাজিক কর্মসূচি অঙ্গ হিসেবে। সেখানে প্রেসার, সুগার সহ বিভিন্ন ধরনের অসুখ জনিত সমস্যা নিরসনে এলাকার মানুষজন হাতের নাগালে বিনামূল্যে স্বাস্থ্য চিকিৎসা শিবির পেয়ে নিজেদের স্বাস্থ্যের পরীক্ষানিরীক্ষা করান৷ চিকিৎসার পাশাপাশি প্রয়োজনীয় ওষুধপত্রও বিনামূল্যে প্রদান করা হয় এদিন শিবির থেকে। স্থানীয় মানুষজন চিকিৎসা করাতে পেরে স্বভাবতই খুশি ব্যাক্ত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *