শম্ভুনাথ সেনঃ
বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন বীরভূমের হেতমপুর নিবাসী কবি মনোজ চক্রবর্তী। তিনি ছিলেন চিত্র ও মডেল শিল্পী, কণ্ঠশিল্পী, সুবক্তা, মঞ্চের অনুষ্ঠান সঞ্চালক সর্বোপরি তিনি ছিলেন একজন কবি। তাঁর বহু ছড়া ও কবিতা বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত হয়েছে। “আলোর দিশা” নামে একটি সাহিত্য পত্রিকার তিনি সম্পাদক ছিলেন। গত ১৩ জুন ৬২ বছর বয়সে এই কবির প্রয়াণ ঘটে। অকস্মাৎ প্রয়াণে সাহিত্য মহলে এক শূন্যতার সৃষ্টি হয়। আজ ৬ জুলাই সাহিত্যলোক পত্রিকার উদ্যোগে দুবরাজপুর ডাঙ্গালতলায় তাঁর স্মরণে একটি স্মরণসভার আয়োজন করা হয়। কবি পরিমল ঠাকুরের সভাপতিত্বে এদিন সূচনা হয় স্মরণ অনুষ্ঠানের। প্রথমেই তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন উপস্থিত সকলেই। এলাকার কবি,সাহিত্যিক ও প্রয়াত কবি অনুরাগীরা এদিন স্মৃতিচারণায় তাঁর নানা কথা তুলে ধরেন। অনুষ্ঠানের পক্ষ থেকে তাঁর শোকবিহ্বল পরিবারের প্রতি সহানুভূতি ও সমবেদনা জ্ঞাপন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোজ চক্রবর্তী আত্মজ রূপম চক্রবর্তী। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন সাহিত্যালোক পত্রিকার সম্পাদক অলক দাঁ, কবি দীপক পৈতণ্ডী, রাজীব পাল, শুভ্রা পাণ্ডে, ছড়াকার তাপস চট্টরাজ, দুর্গাচরণ ঘোষ, তামস ওঝা, লেখক অচিন্ত্য কবিরাজ প্রমুখ। সাহিত্যালোক পত্রিকার উদ্যোগে তাঁর প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদনে এদিন একটি স্মরণ সংখ্যা প্রকাশিত হয়।