বীরভূমের বোলপুরে অগ্নিদগ্ধে ৩ জনেরই মৃত্যু, পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে পথ অবরোধ

শম্ভুনাথ সেনঃ

শেষ পর্যন্ত মৃত্যু হল অগ্নিদগ্ধে গুরুতর আহত আব্দুল আলিমের। গতকাল ৫ জুলাই তাঁর স্ত্রী ও ছেলের মৃত্যু হয়েছে। বীরভূমের বোলপুর থানার রায়পুর-সুপুর গ্রাম পঞ্চায়েতের রজতপুর গ্রামের ঘটনা। আজ ৬ জুলাই বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় আব্দুল আলিমের। একই পরিবারের ৩ জনের আগুনে পুড়ে মৃত্যুতে জনমানসে নানা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
পরিবার পরিজনদের দাবি, শত্রুতার জেরে রাতের অন্ধকারে আলিমের বাড়ির জানলা দিয়ে দাহ্য পদার্থ দিয়ে আগুন লাগিয়ে ঘরের ভিতরে ছুঁড়ে দেওয়া হয়। ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয় আব্দুল আলিম, তাঁর স্ত্রী রূপা বিবি ও বছর চারেকের ছেলে আয়ান সেখ। গতকালই তিনজনকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। তবে রূপা ও আয়ানকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আব্দুল আলিমের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে বর্ধমানের একটা বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় । সেখানেই তিনি আজ মারা যান। বোলপুরে রজতপুরে আগুনে তিনজনকে পুড়িয়ে মারার ঘটনার জেরে আজ ঘটনাস্থলে যান বীরভূম পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায়। নৃশংসভাবে তিনজনকে পুড়িয়ে মারার ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে আজ বোলপুর-বর্ধমান NH2 রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃতের পরিবারের সদস্যরা। পুলিশ সঠিক তদন্ত করছে‌না বলে তাদের অভিযোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *