দীপককুমার দাসঃ
শংকর বাগচী শিক্ষকতা করেন মল্লারপুর থানার বাজিতপুর হাইস্কুলে।পাতা কেটে কেটে বিভিন্ন মনীষীর ছবি তৈরি করে নজর কেড়েছেন। শুধু তাই নয় বিভিন্ন দিবস উপলক্ষে পাতা কেটে কেটে প্রাসঙ্গিক ছবি তৈরি করে সমাজ সচেতনতার বার্তা দিচ্ছেন।করোণাকালে ছাত্রদের নিয়ে নানা ধরনের আলপনা ও ছবি এঁকে সাজিয়ে তুলেছেন বাজিতপুর হাইস্কুলকে।এবারে নিজের স্কুল বাজিতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গন কে সাজাতে ব্যবহার করছেন ফেলে দেওয়া প্লাষ্টিক বোতল।বোতলগুলিকে বিভিন্ন ধরনের কাটিং করে,রঙ করে তাতে লাগিয়েছেন রঙ বাহারী ফুলের গাছ।এতে বাড়ছে স্কুলের সৌন্দর্য। পাশাপাশি তিনি প্লাষ্টিক দূষণ রোধে বার্তা দিচ্ছেন সকলকে। প্লাষ্টিকের বোতলগুলিকে ঝুলিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায়। আর সেখানে লাগানো পর্তুলিকা,মসরোজ ফুটতে শুরু করেছে। আর বিদ্যালয় অঙ্গণ হয়ে উঠছে আরো মনোরম।