
শম্ভুনাথ সেনঃ
রাত পোহালে রথযাত্রা উৎসব। রথের দিনে বীরভূমের দুবরাজপুরে ঘুড়ি ওড়ানো একটি বহুদিনের প্রথা। এই পুরশহরের “নিউ রাধা মাধব স্টোর” প্রতি বছর রথযাত্রার আগের দিন এলাকার শিশু -কিশোরদেরকে বিনামূল্যে ঘুড়ি বিতরণ করে। আজ ৬ জুলাই ব্যবসায়ী সুশান্ত রায় অন্ততঃ ১০০ জন শিশু-কিশোরদের হাতে বিনামূল্যে রঙ-বেরঙের ঘুড়ি তুলে দেন। উল্লেখ্য, ছোটবেলা থেকে শিশুরা এখন মোবাইল মুখি। অন্তত একদিনের জন্যও যাতে তাদের ঘুড়ি উড়ানোর আনন্দ দেওয়া যায় সেই ভাবনা থেকেই তাঁর এই সাধু উদ্যোগ। দুবরাজপুর শহরে ১০ বছর ধরে এই কাজটি করে আসছে এই ব্যবসায়ী। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই। ঘুড়ি পাবার আশায় অনেক শিশু-কিশোররা দীর্ঘক্ষণ ধরে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। পরে প্রত্যেকের হাতে দুটি করে ঘুড়ি তুলে দেওয়া হয়। এই ঘুড়ি বিতরণ উৎসবে অংশ নেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, স্বামী মহাদেবানন্দ মহারাজ, খয়রাশোল গীতাভবনের অধ্যক্ষ স্বামী সত্যানন্দ মহারাজ, অরূপ চৈতন্য মহারাজ, দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পাণ্ডে, শিক্ষক রামতনু নায়ক, দীপক পৈতণ্ডী প্রমুখ।
