শম্ভুনাথ সেনঃ
বীরভূমের বোলপুর থানার রজতপুরে একই পরিবারের তিনজনকে পুড়িয়ে মারার ঘটনায় আব্দুলের ভাইয়ের স্ত্রী স্মৃতি বিবি এবং তার প্রেমিককে গ্রেপ্তার করে বোলপুর থানার পুলিশ। আজ ৭ জুন দুপুরে অভিযুক্ত স্মৃতি বিবিকে বোলপুর আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। বীরভূম পুলিশ সুপার রাজনারায়ন মুর্খার্জী জানিয়েছেন এই ঘটনায় স্মৃতি বিবির প্রেমিক সফিকুল ইসলাম ওরফে হাতুরে ডাক্তার চন্দন সেখকে মুর্শিদাবাদের নবগ্রাম থেকে ধরা হয়। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছে অভিযুক্তরা। তারা দুজনের ফোনের মধ্যে সব কিছু ষড়যন্ত্র করেছে। প্রথমে ক্লোরোফর্ম দিয়ে দেয় পরিবারের তিন সদস্য কে জানলা দিয়ে, তখন তারা ঘুমন্ত অবস্থায় ছিল। এরপর প্রেটোল ড্রাম থেকে বের করে বালতি তে ঢালে। স্মৃতি বিবির উচ্চতা কম থাকার জন্য ঢালতে পারেনি। চন্দন সেখ পুরো তেলটা কে জানালা দিয়ে ঢালে। এমনকী অভিযুক্তের গায়ে আগুনের ফোস্কা থেকে আহতের চিহ্ন দেখা যায়। জেরায় এই মন্তব্য স্বীকার করে অভিযুক্তরা।