শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব-কেন্দুলির বৈষ্ণব ভূমিতে আজ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে “রথযাত্রা” উৎসব উদযাপিত হয়।কেন্দুলীর নিম্বার্ক আশ্রমের উদ্যোগ ও আয়োজনে এবার এই রথযাত্রা ১৩৩ বছরে পদার্পণ করল। ১২৯৮ বঙ্গাব্দ থেকে এই আশ্রমের উদ্যোগে এখানে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। যদিও মাঝে বেশ কয়েক বছর অনিবার্য কারণে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়নি। আশ্রমের উদ্যোক্তাদের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। প্রভু জগন্নাথ,বলরাম ও সুভদ্রাকে পিতলের রথে চাপিয়ে এই রথযাত্রা উৎসবের শোভাযাত্রায় অন্তত আট হাজার মানুষের সমাগম হয়। রথের রশিতে টান দিতে ৮-৮০ সব বয়সি মানুষের উৎসাহ আর উদ্দীপনা চোখে পড়ে। ইলামবাজার থানা ও জয়দেব পুলিশ ফাঁড়ির কঠোর নিরাপত্তার মাধ্যমে এই রথ বিশাল এলাকা জুড়ে পরিক্রমা করে। উল্লেখ্য, আজকের এই শুভ দিনটিকে ঘিরে নিম্বার্ক আশ্রম তাদের নাট মন্দিরের ভিত্তিপ্রস্তর পর্ব অনুষ্ঠিত হয়। এই ভিত্তিপ্রস্থর অনুষ্ঠানে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাত ছুঁয়ে অনুষ্ঠিত হয় শিলান্যাস অনুষ্ঠান।