সন্তোষ পালঃ
বীরভূম জেলার দুবরাজপুর মাদৃক সংঘ সংস্কৃতি মঞ্চে ২৭ মে রবীন্দ্র-নজরুল সন্ধ্যার আয়োজন করা হয় মাদৃক সংঘের পরিচালনায়। এদিন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করেন সংঘের সহ-সভাপতি সিদ্ধিনাথ মুখোপাধ্যায়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রতিকৃতিতে মাল্যদান করেন সংঘের সাধারণ সম্পাদক দেবাশিস নন্দী এবং সংঘের প্রতিষ্ঠাতা প্রয়াত নিমাই ওঝার আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন ক্লাবের বর্ষীয়ান সদস্য সুরজিৎ মিত্র। রবীন্দ্রনাথ এবং নজরুলকে নিয়ে সংক্ষেপে বক্তব্য রাখেন স্থানীয় শুভানুধ্যায়ী সোমনাথ মুখার্জী। সঙ্গীত একাডেমির প্রশিক্ষক অলক ঘোষ দস্তিদার-এর পরিচালনায় রবীন্দ্র-নজরুল নৃত্য সকলের নজর কাড়ে। এছাড়াও সঙ্গীত আবৃত্তিতে অনুষ্ঠানটি প্রাঞ্জল হয়ে ওঠে।