দীপক কুমার দাসঃ
শনিবার দুপুরে প্যাটেলনগরে অবস্হিত মহঃ বাজার ব্লক স্বাস্থ্য কেন্দ্রের মিটিং হলে এলাকার ১১ থেকে ১৮ বছর বয়সী কিশোরীদের নিয়ে বয়ঃসন্ধিকালীন সমস্যা ও রজঃস্রাব বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হলো। মহঃ বাজার ব্লকের উচা, আলিনগর, আঙারগড়িয়া, মকদমনগর, বসন্তপুর, রঘুনাথপুর ও মহঃবাজার থেকে ৪৯ জন কিশোরী এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করে। আলোচনায় অংশগ্রহণ করেন অন্বেষা ক্লিনিকের যূথিকা মন্ডল, স্যাগ কেপি কো-অর্ডিনেটর হৃদয় কুমার সিংহ, আশা সুপারভাইজার বিপাশা পাল। অংশগ্রহণকারীদের সঙ্গে প্রশ্নোত্তর এর মাধ্যমে সচেতনতা শিবির শেষ হয়। এই শিবির বিষয়ে হৃদয় কুমার সিংহ বলেন, শিশু সুরক্ষা আধিকারিকদের উদ্যোগে প্রতিটি ব্লকে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হচ্ছে।