পাঁচ শতাধিক বছরের পুরাতন শিবমন্দির সংস্কার ও পুনরায় শিবলিঙ্গ প্রতিষ্ঠা, লোকপুরে

বিপিন পালঃ

প্রায় পাঁচ শতাধিক বছরের পুরাতন ঝাড়খণ্ড সীমান্তবর্তী বীরভূম জেলার খয়রাসোল ব্লকের লোকপুর নীচে পাড়ায় অবস্থিত শিবমন্দির। এবছর সেই শিবমন্দিরটি গ্রামের আপামর জনগনের অর্থ সাহায্যে সংস্কার করে এবং পরবর্তীতে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয়েছে অখন্ড তারকব্রহ্ম নাম সংকীর্তন। সকালে ১০৮ জন কুমারী মেয়ে সুসজ্জিত সাজে শঙ্খ, ঘন্টা, কাঁসর, খোল করতাল সহযোগে হরিনাম গাইতে গাইতে স্থানীয় শালনদী থেকে কলসযাত্রার মাধ্যমে বারি ভর্তি জল আনা হয়।এরপর বৈদিক মন্ত্র উচ্চারণ,হরিনাম যজ্ঞ, সেবা যজ্ঞ, শ্রদ্ধা,ভক্তি সহকারে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা হয়। এদিনের মন্দির প্রতিষ্ঠাকালে বহু আবাল, বৃদ্ধ বনিতার উপস্থিতি লক্ষ্য করা যায়। দুপুরে রয়েছে বহু ভক্তের জন্য সুস্বাদু প্রসাদ সেবার ব্যাবস্থা। উপস্থিত ছিলেন মন্দির কমিটির সদস্য বাপী গঁড়াই, সমাজসেবী দীপক শীল, স্বপন সাহা প্রমুখ। আজকের অনুষ্ঠান সম্পর্কে পৃথক পৃথক ভাবে মন্দির কমিটির সদস্য বাপী গঁড়াই এবং পশ্চিম বর্ধমান জেলার পান্ডবেশ্বর এলাকার গৌড় বাজার থেকে আগত পুরোহিত তথা অবসরপ্রাপ্ত শিক্ষক ড. শম্ভুনাথ নায়ক বিস্তারিত বিবরণ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *