উত্তম মণ্ডলঃ
বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে ডায়াবেটিস সচেতনতা শিবির আয়োজিত হলো রাজনগরে। স্বেচ্ছাসেবী সংগঠন সিনি-র উদ্যোগে রাজনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত আরোগ্য ওয়ার্ল্ড প্রকল্পে আজকের এই শিবিরে হাজির ছিলেন রাজনগর গ্রামীণ হাসপাতালের মুখ্য স্বাস্থ্য আধিকারিক, স্থানীয় অবর বিদ্যালয় পরিদর্শকের প্রতিনিধি, রাজনগর হাসপাতালের অন্বেষা ক্লিনিকের তরফে শৈলেন মণ্ডল, পূর্ণিমা ভাণ্ডারী থেকে এলাকার উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ। বিভিন্ন বক্তার বক্তব্যে উঠে আসে, বর্তমানে ডায়াবেটিস বা মধুমেহ রোগের প্রবণতা বাড়ছে। বলা হয়, প্রতি ছয়জনের মধ্যে একজন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন। এভাবে চললে আগামী ২০৪০ সালে এই রোগ ভয়াবহ আকার নেবে। এই রোগের হাত থেকে ছাত্রছাত্রীদের সচেতন করার জন্য দৈনন্দিন জীবন যাপন ও খাদ্যাভ্যাস বদলের পরামর্শ দেওয়া হয়। বলা হয়, শারীরিক পরিশ্রম যেমন করতে হবে, তেমনি ফাস্ট ফুড ত্যাগ করতে হবে। বাঁচতে হবে আনন্দে।