শম্ভুনাথ সেনঃ
পানীয় জলের দাবীতে ডেপুটেশন দিতে এসে আজ ১৫ জুলাই পুলিশের সঙ্গে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিজেপির বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। বচসার সময় তিনি পুলিশকে তৃণমূলের দালাল বলে কটাক্ষ করেন। ঘটনাটি বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লক অফিসে। উল্লেখ্য, বীরভূমের রামপুরহাট ১ নম্বর ব্লকের নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের খড়িডাঙ্গা গ্রামে দীর্ঘ দেড় মাস ধরে পানীয় জলের সংকট। পানীয় জল পাচ্ছেন না এলাকার গ্রামের আদিবাসী মানুষজন। তাদের অভিযোগ এই এলাকায় লোকসভা নির্বাচনে বিজেপি বেশী ভোট পেয়েছে। তারপর থেকেই ওই এলাকার পাইপ লাইনের মাধ্যমে পানীয় জলের সরবরাহ বন্ধ করে দিয়েছে শাসক দল তৃণমূল। সেই পানীয় জলের সরবরাহ পুনরায় চালু করার দাবী জানানোর জন্য আজ দুপুরে রামপুরহাট ১ নম্বর ব্লকের বিডিওর কাছে আসেন এলাকার বাসিন্দারা।
তাদের এই দাবিকে সমর্থন করে সঙ্গে যোগ দেয় বিজেপিও। বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা বিডিওর সঙ্গে দেখা করেতে গেলে সেখানে থাকা রামপুরহাট থানার এক পুলিশ আধিকারিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। বিজেপির সভাপতি ধ্রুব সাহার দাবী, ওই পুলিশ আধিকারিক ব্লক আধিকারিকের সঙ্গে কথা বলার জন্য মাত্র দু মিনিট সময় নির্ধারণ করে দেন। এইটুকু সময় বরাদ্দ করার কারণে পুলিশ আধিকারিকের সঙ্গে বচসা বাধে বিজেপি সভাপতি ধ্রুব সাহা সহ বিজেপির কর্মী সমর্থকদের। তবে শেষ পর্যন্ত ব্লক আধিকারিকের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।