শম্ভুনাথ সেনঃ
পশ্চিমবঙ্গে আসন্ন সিভিল সার্ভিস পরীক্ষার মেন্স এবং প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতি বিষয়ক বিশেষ ওয়ার্কশপ অনুষ্ঠিত হলো বীরভূমের বোলপুর উচ্চ বিদ্যালয়ে। উপস্থিত ছিলেন বোলপুরের মহকুমা শাসক অয়ন নাথ, বোলপুরের মহকুমা পুলিশ আধিকারিক রিকি আগরওয়াল, বোলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাফিকুল হাসান সহ অন্যান্য সরকারি আধিকারিকরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারের বোলপুরের কো-অর্ডিনেটর তারক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী দু’বছর আগে রাজ্যের প্রতিটি জেলায় পিছিয়ে পড়া গ্রামীণ ছাত্র-ছাত্রী দের জন্য সম্পূর্ণ বিনা পয়সায় ইউপিএসসি, ডাব্লু বিসিএস ইত্যাদি সিভিল সার্ভিসেস এর কোচিং দেওয়ার জন্য মোট ২৬ টি সেন্টার গড়ে তোলেন। বীরভূমের জেলা সমাহর্তা বিধান রায় সিউড়িতে জেলা সেন্টারের সঙ্গে সঙ্গে বোলপুর মহকুমায় বোলপুর উচ্চ বিদ্যালয়ে আরেকটি সেন্টার গড়ে তোলেন। গত বছরই সেখান থেকে একজন পিছিয়ে পড়া এলাকার ছাত্র আশিক ইকবাল ইউপিএসসি মেন্স পরীক্ষায় সফলতা পান। এবার দ্বিতীয় ব্যাচের কোচিং চলছে।
সেই সঙ্গে বিগত ২০১৪ সাল থেকে বোলপুর উচ্চ বিদ্যালয়ে “প্রচেষ্টা” নামক একটি সিভিল সার্ভিসের কোচিংয়ের সেন্টার চলছে। ওই সেন্টার তদানীন্তন জেলাশাসক পী. মোহন গান্ধী এবং বোলপুর মহকুমা শাসক শম্পা হাজরার প্রচেষ্টায় গঠিত হয়েছিল। এখানে প্রশিক্ষণ নিয়ে বিগত কয়েক বছরে বেশ কয়েকজন সফল হন। এবারও তার ব্যতিক্রম হয়নি। সদ্য প্রকাশিত ডাব্লু বি সি এস প্রিলিমসের তালিকায়, মোট ছয় জন স্থান করে নিয়েছেন। আজ ১৫ জুলাই তাঁদেরকে নিয়েই আসন্ন আগস্ট মাসের মেন্স পরীক্ষা এবং অন্যান্যদের আগামী ডিসেম্বর মাসের প্রিলিমিনারি পরীক্ষার বিশেষ মেন্টারিং এর ব্যবস্থা করা হয়। বোলপুরের মহকুমা শাসক এবং মহকুমা পুলিশ আধিকারিক দীর্ঘক্ষন ধরে ছাত্র-ছাত্রীরা কিভাবে আসন্ন পরীক্ষায় সাফল্য পাবে সে বিষয়ে তাঁদের দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরেন। প্রোগ্রাম কোঅর্ডিনেটর “তারক বন্দ্যোপাধ্যায়” জানান, “আজকের আলোচনা অত্যন্ত ফলপ্রসু হয়েছে । অন্যান্য বছরের ন্যায় এ বছরও অনেকেই সাফল্য পাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।