শম্ভুনাথ সেনঃ
আদিবাসী সমাজের মানুষজন একগুচ্ছ দাবি-দাওয়া নিয়ে আজ সিউড়ীতে বীরভূম জেলাশাসকের কাছে একটি ডেপুটেশন দেন। প্রাথমিক স্তর থেকে উচ্চ শিক্ষা পর্যন্ত অলচিকি ভাষায় পঠনপাঠন চালু করা, আদিবাসীদের জায়গা দখল মুক্ত করা সহ একাধিক দাবিতে জেলা শাসকের কাছে স্মারকলিপি দিলেন ভারত জাকাত মাঞ্ঝি পরগনা মহলের সদস্যরা। ১৬ জুলাই, মঙ্গলবার দুপুরে তাঁরা সিউড়ির বেনীমাধব হাইস্কুলের মাঠ থেকে মিছিল করে জেলা শাসকের দপ্তরে আসেন। সেখানে জেলা শাসকের পরিবর্তে অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) তাঁদের স্মারকলিপি গ্রহণ করেন। এ কথা সাংবাদিকদের জানিয়েছে ভারত জাকাত মাঞ্ঝি পরগনা মহলের জেলা সভাপতি গুহা সরেন।
ছবি ও তথ্য : মোহম্মদ আমিন নাশীদ, সিউড়ি বীরভূম