শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের প্রাণপুরুষ স্বামী ভূপানন্দ মহারাজের ১২০ তম জন্ময়ন্তী এবারও যথোচিত শ্রদ্ধায় পালিত হলো ১৭ জুলাই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী গৌরানন্দ মহারাজ। বৈদিক মন্ত্র উচ্চারণ ও মঙ্গলাচরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। স্বামী ভুপানন্দের প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত সকলে। উল্লেখ্য, স্বামী ভুপানন্দ মহারাজ ১৯০৪ খ্রিস্টাব্দে এমন এক ১৭ জুলাই বীরভূমের ইলামবাজার ব্লকের বাতিকারে এক জমিদার বংশে জন্মগ্রহণ করেন। পরবর্তীতে ঠাকুর সত্যানন্দ দেবের সান্নিধ্যে এসে তিনি সংসারী থেকে সন্ন্যাসী হন।
এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম এর সহ-সভাপতি স্বামী সত্যপ্রকাশনন্দ মহারাজ, খয়রাশোল সাধন সংঘের সম্পাদক অচিন্ত্য মহারাজ, দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ, অবসরপ্রাপ্ত শিক্ষক চন্ডীদাস দত্ত, মানিক বন্দ্যোপাধ্যায় সহ আশ্রম অনুরাগী সোমনাথ মুখোপাধ্যায় অধ্যাপক ড. রবিন ঘোষ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে মুখকথা পরিবেশন দুবরাজপুর শ্রীশ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। জন্মদিনের শ্রদ্ধার্ঘ্য ও স্মৃতি তর্পণ করেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ, সোমনাথ মুখোপাধ্যায়, স্বামী সত্যপ্রকাশনন্দ, সাংবাদিক শম্ভুনাথ সেন। উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের শিক্ষক ও ছাত্রবৃন্দ সহ বহু শিক্ষানুরাগী মানুষজন। স্বামী ভুপানন্দ মহারাজের জন্মদিনটিকে স্মরণীয় করতে এদিন ৩৫০ জন দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।