শম্ভুনাথ সেনঃ
ভারত সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রালয়ের অধীনে নেহেরু যুব কেন্দ্র বীরভূমের উদ্যোগে আজ ১৭ জুলাই একটি এইডস সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়। পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সোসাইটির সহযোগিতা এবং নগরী স্পোর্টিং ওয়েলফেয়ার এসোসিয়েশনের পরিচালনায় বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের চন্দনপুর গ্রামে এইচআইভি এইডস বিষয়ক এই কর্মশালায় উপস্থিত ছিলেন বহু উৎসাহী যুবক যুবতীরা। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল এইচআইভি/এইডস সম্পর্কে সচেতনতা তৈরি করা সেই সঙ্গে এইচআইভি/ এইডস-এর বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা প্রচার করা। এদিন এই এইডস বিষয়ের উপরে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এ ছাড়াও এই অনুষ্ঠানে শপথ-গ্রহণ অনুষ্ঠান,লিফলেট বিতরণ, পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রের জেলা আধিকারিক রায় দাস, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি কুমার আড়ি, মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবল দত্ত, চিকিৎসক শৈবাল মজুমদার, শিক্ষক সচিদানন্দ মুখোপাধ্যায় সহ এলাকার স্বাস্থ্যকর্মী ও আশা কর্মীবৃন্দ। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন শিক্ষক মৃণাল মাল।