মহরম উপলক্ষে মিলনমেলা রাজনগরে

উত্তম মণ্ডলঃ

একদা জেলা বীরভূমের রাজধানী এবং বর্তমানে এ জেলার ঝাড়খণ্ড লাগোয়া প্রান্তিক অঞ্চল রাজনগরের পাঠান রাজপরিবারের বীর সন্তান আলীনকি খান ছিলেন মুর্শিদাবাদের নবাব সিরাজউদ্দৌল্লার অন‍্যতম প্রধান সেনাপতি। ব্রিটিশদের হারিয়ে সিরাজের কলকাতা দখল অভিযানের মুখ‍্য ভূমিকায় ছিলেন এই আলীনকি খান। কলকাতা দখলের পর রাজনগরে ফিরে তিনি সূচনা করেন মহরম মেলার। মেলায় তখন কলকাতা দখলের সময় পাওয়া একটুকরো কাপড়সহ আরও বিভিন্ন জিনিস প্রদর্শন করা হতো বীরত্বের প্রতীক হিসেবে। এরপর কেটে গেছে অনেকগুলি বছর। তবে সেই নবাবী আমল থেকে এখনো রাজনগরে ফি বছর বসে মহরম উপলক্ষে মিলন মেলা। বর্তমানে এ মেলা পরিচালনার দায়িত্বে রয়েছে “রাজনগর রাহে ইসলাম সমাজ কল্যাণ সমিতি।” সমিতির সম্পাদক আবুল ফজল খান থেকে শুরু করে প্রশাসনিক ব‍্যক্তি, এলাকার বহু বিশিষ্ট ব‍্যক্তি ও সাধারণ মানুষের উপস্থিতিতে আজকের মেলা ছিল জমজমাট।
বিশিষ্টজনদের মধ্যে ছিলেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক, ডিএসপি হেড কোয়ার্টার, রাজনগর বিডিও, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ, রাজনগর থানার ওসি, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি, রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান। মেলায় ছিল লাঠি খেলার কসরৎ, হরেক রকমের দোকানপাট থেকে রং-বেরংয়ের তাজিয়া। হিন্দু-মুসলমান উভয় সম্প্রদায়ের বিভিন্ন বয়সী মানুষ সকাল থেকেই ভিড় করেন রাজনগর হাটতলায় ইমামবাড়া সংলগ্ন গো-হাট প্রাঙ্গণে আয়োজিত মহরমের মিলন মেলায়।”আশিকানে তাজুশ শারিয়া কমিটি” আজকের রাজনগর মহরম মিলন মেলায় সেবামূলক কাজের নজির গড়েছে। সংস্থার সঙ্গে যুক্ত একঝাঁক যুবক মেলায় আগত যাত্রীদের শরবৎ, বিশুদ্ধ পানীয় জল, লস‍্যি বিলি করেছে বিনা মূল্যে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *