বীরভূমের প্রত্যন্ত গ্রামে স্বাস্থ্য সহায়তা কেন্দ্রের উদ্বোধন

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের সিউড়ি সংলগ্ন একটি প্রত্যন্ত এলাকা পাহাড়ি গ্রামে আজ ১৭ জুলাই এক স্বাস্থ্য সহায়তা কেন্দ্রের উদ্বোধন হলো। উদ্যোগ ও পরিচালনার দায়িত্ব নেয় উপহার ওয়েলফেয়ার সোসাইটি নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। এদিন এই স্বাস্থ্য সহায়তায় কেন্দ্রের উদ্বোধনের পাশাপাশি একই সাথে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই গ্রামটি সংলগ্ন আরো অনেকগুলি গ্রামের মানুষ এই স্বাস্থ্য সহায়তা কেন্দ্রের সুবিধা পাবেন। এদিন এই স্বাস্থ্য শিবিরে গ্রামবাসীদের বিনামূল্যে শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন সিউড়ি সদর হাসপাতালের স্নায়ু-মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য, স্বাস্থ্য কর্মী সঞ্চারী সালুই ভট্টাচার্য্য,নার্সিং কর্মী সুস্মিতা দত্ত,মনোবিদ প্রিয়নীল পাল,স্থানীয় স্বাস্থ্যকর্মী সুমন গড়াই বামদেব গড়াই সহ অন্যান্য সমাজ সচেতন মানুষজন।এই শিবিরে বিনামূল্যে শরীরের বিভিন্ন রোগ একই সাথে মানসিক সমস্যার সমাধান ও কাউন্সিলিং করা হয়। এছাড়া সুগার, প্রেসার, রক্তে অক্সিজেনের পরীক্ষা সহ নানা প্রাথমিক চিকিৎসা করা হয়। সংস্থার সম্পাদক জানান, গ্রামের এই সহায়তা কেন্দ্র থেকে এবার অনেকে সঠিক সময়ে সঠিক রোগের সঠিক চিকিৎসা পাবেন। এলাকার গ্রামীণ মানুষজন বেশ উপকৃত হবে। ডাক্তার জিষ্ণু ভট্টাচার্য জানান “ শরীরের সাথে সাথে মানসিক রোগেরও চিকিৎসা যথেষ্ট গুরুত্বপূর্ণ বিষয়। ইদানিং মানুষের স্নায়ু রোগ বাড়ছে, গ্রামের মানুষ এরকম অবস্থায় অনেক সমস্যায় পড়েন। এবার এই সকল গ্রামীণ মানুষজন বাড়ির কাছাকাছি স্বাস্থ্যপরিসেবা পাবেন।

ছবি ও তথ্য: মোহম্মদ আমিন নাশিদ, সিউড়ি; বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *