শম্ভুনাথ সেনঃ
বীরভূমের ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি সংলগ্ন পরাণচক ও বড়চাতুরি গ্রামে মহাসমারোহে উদযাপিত হলো মহরম উৎসব। পশ্চিমবঙ্গ সরকারের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার হাত দিয়ে ফিতে কেটে মহরম উৎসবের শুভ উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন ইলামবাজার পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি দুলাল চন্দ্র রায়, জয়দেব কেন্দুলী অঞ্চলের বিশিষ্ট সমাজসেবী সেখ সাত্তার সহ মুসলিম ধর্মপ্রাণ বহু সাধারণ মানুষ।প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বড়চাতুরি এবং পরাণচক গ্রামে মহরমকে কেন্দ্র করে নামে মানুষের ঢল। ৮ থেকে ৮০ সব বয়সি মানুষজন মহরমের এই শোকযাত্রায় শামিল হয়। লাঠিখেলা এবং বিভিন্ন কলা-কৌশল উপস্থিত দর্শকদের নজর কারে। মেয়েরাও লাঠি খেলায় অংশ নেয়। তা দেখতে কেন্দুলীর হাটতলা বহু মানুষের জমায়েত হয়। ইলামবাজার থানা এবং জয়দেব পুলিশ ফাঁড়ির পুলিশ প্রশাসনের ছিল কঠোর নজরদারি। যাতে করে এই উৎসবের দিনে কোনো ভাবে বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেদিকে ছিল পুলিশী তৎপরতা। জয়দেব কেন্দুলি আউটপোস্টের পুলিশ ফাঁড়ির আইসি সৌমিত্র শুকুলের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল।